প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১:৫৮ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশানে বহুতল একটি ভবনের পাশ থেকে ইসরাত জেবিন মিতু (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) দুপুর পৌনে দুইটার দিকে গুলশান-২ এলাকার ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিতুর স্বজনদের অভিযোগ স্বামীর বাড়ির লোকজন তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।
নিহত মিতুর স্বামী আরপি গ্রুপের এমডি মো. রাতুল। একই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন মিতু।
এ প্রসঙ্গে নিহতের মামা মাসুদ জানান, সম্প্রতি স্বামির সাথে মিতুর সম্পর্কে টানপোড়েন সৃষ্টি হয়। শ্বশুরবাড়ির লোকজনও তার সাথে বেশি ভালো আচরণ করেনি। মিতুর মত সুস্থজ্ঞানের একটা মেয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে পারেনা। এর পেছনে অবশ্যই পারিবারিক বিরোধসহ নানান বিষয় জড়িত। তাঁকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
জানা যায়, মিতুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, আমরা খবর পেয়ে গুলশান-২-এর ৬৯ নম্বর সড়কের ৯ নম্বর ভবনের নিচ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন। তারপরও তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এই ঘটনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ভোরের পাতা/কে