রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ফোকাসড অবস্থানে রয়েছে: সফিক জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মে, ২০২১, ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটি দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া একটি দেশ আমরা পেয়েছি। যারা ষড়যন্ত্রকারী ছিল তারা বঙ্গবন্ধুকে হত্যা করে সেই বাংলাদেশকে আবার পুরাতন অবয়বে ফেরানোর জন্য পাঁয়তারা করেছিল। ১৯৮১-এর ১৭ মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙলার মাটিতে পা রেখেছিলেন। ১৯৮১ থেকে আজ ২০২১ পর্যন্ত; এই চার দশক শেখ হাসিনার রাজনীতি জীবনের উল্লেখযোগ্য একটা বড় অংশ।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৩৪৭তম পর্বে শনিবার (২২ মে) আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন- নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিক জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক, মাসিক মুক্তমঞ্চের নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার সিনিয়র রিপোর্টার উৎপল দাস।

সফিক জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ও বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী হাজারো দুঃখ-কষ্ট যন্ত্রণাকে ধারণ করে পিতা-মাতা ভাই আত্মীয়-স্বজন হারানোর বেদনাকে সাথী করে প্রায় ৬ বছরের নির্বাসিত জীবন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেদিন এই মাসের ১৭  বাংলাদেশে পদার্পন করেন। ছয় বছরের একটা মানিসিক যন্ত্রণার মধ্য দিয়ে তিনি এই ছয়টি বছর বাইরে কাটিয়েছেন। এই ছয় বছর যে কতোটা মানসিক টর্চারের মধ্য দিয়ে তিনি গিয়েছেন এটা কিন্তু আমরা এতোটা সহজে অনুধাবন করতে পারবো না। ১৯৮১ সালে মাত্র ৩৪ বছর বয়সে তাকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তখন তিনি শুরুতে যে কাজটি করেছিলেন সেটা হল কিভাবে এই দলটাকে সুসংগঠিত করা যায়। ১৯৭৫ সালের পর শোষণ যন্ত্রের তীব্র নিপীড়নে ছন্নছাড়া আওয়ামী লীগকে সুগঠিত করতে উপজেলায় তো বটেই সেই সঙ্গে দেশের প্রতিটি জেলায় সফর করেন শেখ হাসিনা। দল সুসংগঠিত করার পর তিনি শুরু করেন গণতান্ত্রিক আন্দোলন। জাতির পিতার এই কন্যা বিরোধী দলে থাকা অবস্থায় যতটা সফলভাবে দেশ গঠনে কাজ করেছেন, একইভাবে সরকার গঠনের পর দেশ গঠনে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সবচাইতে উল্লেখযোগ্য অর্জনগুলোর অধিকাংশই শেখ হাসিনার। বঙ্গবন্ধুর পরে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে বিশ্বের বুকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬-২০০১ সালে সরকার গঠনের পর পার্বত্য শান্তি চুক্তি এবং গঙ্গা পানি চুক্তির মত ঐতিহাসিক দুটি চুক্তি হয়। সেই সঙ্গে প্রথমবারের মত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ। তার নেতৃত্বে টানা ১২ বছরে বাংলাদেশ এখন একটা ফোকাসড জায়গায় দাঁড়িয়ে আছে। দারিদ্র্যদূরীকরণ, অর্থনৈতিক মুক্তি, রিজার্ভ, প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ে উন্নত দেশগুলোকেও টেক্কা দিচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। করোনাযুদ্ধে গত বছর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে প্রশংসনীয় সফল ও দৃঢ়চেতা নেতৃত্ব দিয়েছেন। মানুষের জীবন-জীবিকার চাকা সচল রাখতে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন সরকারপ্রধান। বড়, মাঝারি, ক্ষুদ্র শিল্প বাঁচাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেওয়াসহ সাহস ও উদ্দীপনা জুগিয়েছেন। বেকার ও কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করেছেন মানবিক সহায়তা। এখন আমাদের প্রত্যাশা থাকা দরকার আমার তার হাতকে আরও শক্তিশালী করে কিভাবে দেশকে সামনের দিকে দিয়ে যেতে পারি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]