প্রকাশ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জন। বাংলাদেশে সুস্থতার হার কিন্তু অনেক দেশের তুলনায় ভালো। এই পর্যন্ত ৬.১৭ মিলিয়ন লোককে ভ্যাক্সিনেশন করা হয়ে যা মোট জনসংখ্যার ৫.৩%। হেফাজতে ইসলাম জামায়াতের মতো একই ধারায় ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, তা সুবর্ণজয়ন্তীতে হেফাজতের তাণ্ডব ও কর্মকাণ্ডে অত্যন্ত পরিষ্কার। স্বাধীনতা মানে না বলেই তারা সুবর্ণজয়ন্তী বানচাল করার চেষ্টা করেছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৩১১তম পর্বে শুক্রবার (১৬ এপ্রিল) আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন- যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপার্সন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনূর রহমান, সিনিয়র সাংবাদিক মাকসুদা সুলতানা ঐক্য। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার সিনিয়র রিপোর্টার উৎপল দাস।
সৈয়দ মোজাম্মেল আলী বলেন, আমি প্রথমেই করোনার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। ইউকে তে বর্তমানে ৪.৩৮ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত। এবং এই পর্যন্ত মারা গিয়েছে ১২৭ হাজার মানুষ। আর বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জন। বাংলাদেশে সুস্থতার হার কিন্তু অনেক দেশের তুলনায় ভালো। এই পর্যন্ত ৬.১৭ মিলিয়ন লোককে ভ্যাক্সিনেশন করা হয়ে যা মোট জনসংখ্যার ৫.৩%। কিন্তু আমার খুব দুঃখ লাগে আমাদের দেশে যেসব রাজনৈতিক দল গুলো আছে বিশেষ করে যারা বিরোধীদল রয়েছে তারা কিন্তু দেশবাসীর কাছে খোলামেলাভাবে আবেদন করেন নাই যে, আসেন আপনারা সরকারের দেওয়া এই ভ্যাক্সিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করুণ। আপনারা সোশ্যাল ডিসট্যান্ট মেনে চলেন, মাস্ক পরেন। সরকারের সাথে তো তাদের দ্বিমত থাকতেই পারে কিন্তু করোনার মতো এমন একটি জাতীয় দুর্যোগে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু দেশবাসীর কাছে আবেদন করেননি এই বিষয়ে। এটা আমরা জাতি হিসেবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমি বিরোধীদলের কাছে আবেদন করবো তারা যাতে জনগণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে সরকারের এই ভ্যাক্সিনেশন প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। এখন আমি মৌলবাদ বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে এই বিষয়ে আমি অনেক প্রোগ্রামে অনেক কথাই বলেছি। আসলে দেশে এখন যারা মৌলবাদী কাজ গুলো করছে তারা কিন্তু সেই একাত্তরের সেই পরাজিত শক্তি। এই যে হেফাজতের নেতা মামুনুল, তার বাবা কিন্তু একজন নামকরা রাজাকার ছিলেন। হেফাজতে ইসলাম জামায়াতের মতো একই ধারায় ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, তা সুবর্ণজয়ন্তীতে হেফাজতের তাণ্ডব ও কর্মকাণ্ডে অত্যন্ত পরিষ্কার। স্বাধীনতা মানে না বলেই তারা সুবর্ণজয়ন্তী বানচাল করার চেষ্টা করেছে।