প্রকাশ: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৯:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যখন সারাদেশ ও সারা পৃথিবী আংতকগ্রস্ত এবং প্রতিদিন-ই মৃত্যুর রেকর্ড ভেঙে যখন মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে ঠিক এমন প্রতিকুল পরিবেশে রমজান মাসের শুরুতেই দেয়া এক সপ্তাহের কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন দেশের স্বল্পআয়ের মানুষ। তাদের চোখে-মুখে একটাই প্রশ্ন, কিভাবে হবে সম্ভাব্য খাবার সংকটের সমাধান, জীবন বাঁচাতে সরকারের সহযোগিতার দিকেই চেয়ে আছেন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ছুটি আর বিধিনিষেধে থমকে যাচ্ছে হালুয়াঘাটের স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। সকল শ্রেণী পেশার মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। করোনা ভাইরাসের কারণে প্রায় কর্মহীন হয়ে পড়া মানুষের জীবনেও ঘটছে ছন্দপতন। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও চাহিদার তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহের ঘাটতি তো রয়েছেই। সব মিলিয়ে ভালো নেই হালুয়াঘাটের স্বল্প আয়ের মানুষ।বাজার চলাকালীন সময়ে হালুয়াঘাটের বিভিন্ন বাজার ঘুরে নিম্ন আয়ের মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে হতাশা আর অনিশ্চয়তার ছবি।অটোরিকশা চালক কাজল থাকেন মনিকুড়ায় জীবিকার তাগিদে তাকে অটোরিকশা চালাতে হয়। তিনি বলেন, সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে অটো চালাতে না পারায় বিপাকে পড়েছেন।আয় রোজগার এভাবে বন্ধ হয়ে গেলে ছেলেমেয়েকে কী খাওয়াবো আর গাড়ির কিস্তি কিভাবে পরিশোধ করবো সেই চিন্তায় দিশা পাচ্ছিনা।
কাঁচামাল ব্যবসায়ী আনিস মিয়া জানান, বাজারে আগে যেভাবে মানুষ আসতো, করোনা ভাইরাসের কারণে মানুষ আগের মতো আসেনা। শাক সবজীও আড়ত গুলোতে আগের মতো আসে না। সামান্য পরিমাণে আসলেও দাম প্রায় দ্বিগুণ। ফলে বেচাকেনা একেবারে নেই বললেই চলে। তবে আমদানী বা সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির কথাও জানান ব্যবসায়ীরা। বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুল, কোচিং সেন্টার ও প্রাইভেট মাদরাসাগুলো দীর্ঘ দিন যাবত বন্ধ থাকায় এ সকল প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে।গত বছরের লকডাউনের অভিজ্ঞতায় এসব মানুষের কাছে সুখকর ছিলনা। এবার টিকে থাকতে কিছুটা হলেও সরকারি সহায়তার প্রত্যাশায় তারা।
এ বিষয়ে সরকারী সহযোগিতার কথা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় চলমান রয়েছে। এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে তালিকা প্রস্তুুতির জন্য বলা হয়েছে। দেওয়ান নাঈম হালুয়াঘাট ময়মনসিংহ।
ভোরের পাতা/পি