ব্রুনাই দারুস সালামের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ও অর্থমন্ত্রী ডব্লিউ দাতো সেরি সেটিয়া ড. আ. হাজি মোহাম্মদ আমিন লিউ আবদুল্লাহ গত বুধবার আর্মার টুঙ্গকু রাজ্যে অবস্থিত খুচরা ব্যবসায়ের মডেল ও স্বনামধন্য খুচরা পণ্যের শপিং মলের ব্র্যান্ড ‘দ্য জংশন’ এর নতুন তিনটি দোকানের উদ্বোধন ও খুচরা উদ্যোক্তাদের জন্যে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশটির সরকারি মালিকানাধীন সংস্থা গনিম ইন্টারন্যাশনাল করপোরেশন আশা করছে ব্রুনাইয়ানরা ‘দ্য জংশন’ ব্র্যান্ডের মাধ্যমে খুচরা ব্যবসায় এগিয়ে আসবে। ব্রুনাইয়ের উদ্যোক্তারা সুবিধাজনক পদ্ধতিতে দোকান পরিচালনা করা এবং দোকানে মালিকানা এবং পরিচালনার জন্য ফ্র্যাঞ্চাইজি মডেল হতে উৎসাহিত হবে ‘দ্য জংশন’-এর এই উদ্যোগের মাধ্যমে। যা তাদের দোকান প্রতিষ্ঠা এবং মূলধন সংগ্রহের প্রাথমিক ব্যয় অর্থায়নে সহায়তা করবে। ঘানিম ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশী বংশোদ্ভূত ড. নূর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই প্রোগ্রাম গুলি পরিকল্পনা এবং বাস্তবায়ন হচ্ছে।
‘দ্য জংশন’ ব্র্যান্ডের এই উদ্যোগ দেশটির খুচরা ব্যবসার বাজারে এক ব্যাপক পরিবর্তন আনতে সহায়তা করবে। এই পরিবর্তন দেশটির খুচরা ব্যবসার বাজারের বহু বছরের এক বর্ধিত সাফল্যের ফল। ‘দ্য জংশন’ এর উদ্বোধন হওয়া ওই তিনটি দোকান পরিচালিত হবে তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ের মাধ্যমে। এসব উদ্যোক্তা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবং দেশটির উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
দেশটির সরকারি মালিকানাধীন সংস্থা গনিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন তাদের মূলধন ব্যয় এবং তাদের উদ্বোধনী স্টকের ৫০% অর্থায়ন করছে। ঋণের এ অর্থ তারা পরিশোধ করবে কয়েকটি কিস্তিতে। ঋণের অর্থ পরিশোধের পর এসব উদ্যোক্তা তাদের স্টোরগুলোর সম্পূর্ণ মালিকানা বুঝে পাবে।
এ ছাড়াও গনিম ‘দ্য জংশন’র জন্য কেন্দ্রীয় ক্রয় ব্যবস্থা গ্রহণ করেছে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রতিযোগিতামূলক হারে বড় বিতরণকারীদের কাছ থেকে তাদের দোকানের স্টক ক্রয়ে সহযোগিতা করবে। গনিমের সিইও ডা. নূর রহমান বলেন, তাদের এই উদ্যোক্তা কর্মসূচি বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে মূলধন যোগান দেওয়া, নির্ভরযোগ্যভাবে পণ্য সংগ্রহ করা এবং দৈনন্দিন কাজ পরিচালনার বিভিন্ন ধরনের সহযোগিতা করবে।
দেশটির অর্থমন্ত্রী আরও বলেন, সফলভাবে স্টোর পরিচালনা করার সময় গ্রাহকসেবা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের সঙ্গে নেটওয়ার্ক স্থাপনসহ সফলভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি সমালোচনামূলক উপাদান রয়েছে। ‘দ্য জংশন’ ব্র্যান্ডের আওতায় দোকানগুলোর মালিকানা প্রাপ্তি ও পরিচালনায় উৎসাহিত করে তিনি বলেন, ‘উদ্যোক্তারা, আপনারা একটি নেটওয়ার্ক তৈরি করুন, যারা ব্যবসা বাড়াতে পারেন এবং একসঙ্গে সহযোগিতামূলক ব্যবসা করতে পারেন।’