ডি-৮ সিসিআইয়ের চেয়ারম্যান হিসাবে ডি-৮ সম্মেলনে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ১০:১৫ পিএম | অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দশম ডি-৮ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এবারের আয়োজক দেশ হিসাবে ছিল বাংলাদেশ। সম্মেলনে ডি-৮ এর ৮টি সদস্য দেশ- বাংলাদেশ, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ইরান, নাইজেরিয়া ও পাকিস্তান অংশগ্রহন করে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ডি-৮ এর সভাপতিত্ব হস্তান্তর করেন। ডি-৮ এর সদস্যভূক্ত ৮ দেশের শীর্ষ নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।
নবনিযুক্ত ডি-৮ চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান হিসাবে ডি-৮ সম্মেলনে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ এর সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। সেসাথে তিনি সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নের স্বার্থে ডি-৮ এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ পদক্ষেপ গ্রহনেরও আশ্বাস দেন।