বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
টুইটে সচিন লেখেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত নিভৃতবাসে থাকব। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে। যে শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। এঁরা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
২৭ মার্চ, শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে করোনা পজিটিভের খবর দিয়ে শচীন লিখেন 'করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেওয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ঘরের বাকিদের রিপোর্ট নেগেটিভ।'
ভোরের পাতা/কে