প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ
করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানা অফিসার ইনর্চাজ এর উদ্যোগে সারা দেশের মত সান্তাহারে ফ্রি মাস্ক বিতরণ শুরু করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের রেলগেট এলাকায় এই মাস্ক বিতরণের উদ্বোধন করেন আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ ওসি জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আরিফুল ইসলাম, টিএসআই আব্দুল ওয়াদুদ, এএসআই রোস্তম ফারুকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করাসহ সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে ও যে কোন কাজে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পড়ার আহবান জানানো হয়। মাস্ক পড়ার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ' এমন প্রতিপাদ্য নিয়ে সান্তাহারে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণসহ উদ্ভুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ ওসি জালাল উদ্দিন বলেন, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ বাহিনী সজাগ রয়েছে। করোনা মোকাবেলায় পুলিশ যেকোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এরই অংশ হিসেবে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ১ হাজার পিস মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
ভোরের পাতা/এএম