প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম | অনলাইন সংস্করণ
২০০০ সালে বাংলাদেশ ছেলেদের ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা পেয়েছে । এরপর মেয়েদের টেস্ট মর্যাদা পেতে অপেক্ষা করতে হয়েছে দুই দশক।
করোনার এই কঠিন সময়ে গত বৃহস্পতিবার বাংলাদেশকে সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে সালমা-জাহানারা সাদা বলের ক্রিকেট ম্যাচও খেলতে পারবেন।
নারী ক্রিকেটের এমন সুসংবাদের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বলেছেন, আশা করছি আগামী দেড় বছরের মধ্যে মেয়েদের দিয়ে টেস্ট ম্যাচ খেলাতে পারব। আইসিসিকে ধন্যবাদ আমাদের এ সুযোগ করে দেওয়ার জন্য। আইসিসির এ স্বীকৃতির কারণে আমাদের সবার দায়িত্বও বেড়ে গেল।
এতদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড- এই দশটি নারী ক্রিকেট দল টেস্ট খেলত।
ভোরের পাতা/পি