প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১০:১২ এএম | অনলাইন সংস্করণ
করোনা মহামারীর দ্বিতীয় আঘাত মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটি। ইতিমধ্যেই সারাদেশে কয়েক লাখ উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ কমিটির সদস্য সচিব এবং আ.লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
ভোরের পাতার সাথে আলাপকালে সুজিত রায় নন্দী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকট বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে। এ প্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার প্রভাব পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দলের নেতাকর্মীরা।
ইতিমধ্যেই করোনা প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ সফলতার সাথে প্রয়োগ হয়েছে। তথাপিও শেখ হাসিনা করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। দেশের সকলকে মাস্ক ব্যবহার করার জন্য প্রতিনিয়ত সচেতন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, সুনামগঞ্জের শাল্লায়, রংপুরের পীরগঞ্জ, রংপুর বিভাগীয় শহর, সাতক্ষীরার কলারোয়া, ঢাকার আজিমপুর এতিমখানা, ফরাশগঞ্জের অরফানেজ সোসাইটি, তেজগাঁয়ের বটমলি অরফানেজ হোমস, সবুজবাগস্থ ঢাকা বৌদ্ধরাজিক মহাবিহারে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা কাযক্রমের অংশ হিসেবে প্রায় এক লক্ষ উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও এসকল স্থানে বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবানও বিতরণ করা হয়।
ভোরের পাতা/কে