প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০৩.০৪.২০২১ ২:২২ এএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। যদিও আইসিসির পক্ষ থেকে আলাদা করে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেদিক থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশ নারী দলও এখন থেকে টেস্ট খেলতে পারবে। কিন্তু আইসিসির পক্ষ থেকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে মেইল দিয়ে এই খবরটি জানানো হয়েছে?
বাংলাদেশ নারী দল টেস্ট খেলতে পারবে, সেটি কি দলের নাম ধরে আলাদা করে বলা হয়েছে?
এমন কৌতুহলী প্রশ্নের ইতিবাচক জবাবই দিলেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘আইসিসি যখন সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো কিছু জানায়, তখন সেটা এমনিতেই আনুষ্ঠানিক হয়ে যায়। এটা আমাদের আলাদাভাবে জানানোর কিছু নেই। ইট ইজ অফিসিয়াল।’
বিসিবি সিইও যোগ করেন, ‘সব পূর্ণ সদস্যই যেহেতু টেস্ট স্ট্যাটাস পাবে, সেটাতে আমরাও আছি। আমরাও এখন থেকে টেস্ট খেলতে পারব।’
আইসিসি কেন পূর্ণ সদস্যদের এভাবে হঠাৎ টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নিলো?
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আসলে আমরা যারা নিচের দিকের দল আছি, তাদের মূল ঘরানার ক্রিকেটে সম্পৃক্ত করাই আইসিসির মূল লক্ষ্য।’
এখন পর্যন্ত টেস্ট খেলে বিশ্বের দশটি নারী ক্রিকেট দল। দলগুলো হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। এর মধ্যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডসই কেবল আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে। এবার আইসিসির পূর্ণ সদস্য হিসেবে টেস্ট খেলার অনুমোদন পেয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলও।