মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
ক্রিকেটে জয়ে শুরু বরেন্দ্র নর্থ জোনের
খেলার মাঠে রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০৩.০৪.২০২১ ২:২০ এএম | প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে ক্রিকেটে জয়ে শুরু পেয়েছে বরেন্দ্র নর্থ জোন। মেয়েদের ফুটবলে জয় পেয়েছে পঞ্চগড় ও মাগুরা জেলা। পুরুষদের ফুটবলে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট জেলা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার পর্দা ওঠে গেমসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ফাহিম হাবিবের দারুণ বোলিংয়ে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে হারিয়ে ক্রিকেটে শুভসূচনা করেছে বরেন্দ্র নর্থ জোন। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২১১ রানের বড় ব্যবধানে জিতেছে তারা।

ব্যাটিংয়ে নেমে বরেন্দ্র নর্থ জোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। তার ১০৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি। মিসবাহ আহমেদ অপরাজিত থাকেন ৩৮ রানে।২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ফাহিমের ছোবলে চন্দ্রদ্বীপ গুটিয়ে যায় কেবল ২৬ রানে। পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান।

ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফাহিম। তিনটি উইকেট নেন সজিব আহমেদ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে তৃষা রানীর জোড়া গোলে পঞ্চগড় জেলা ২-১ ব্যবধানে ফরিদপুর জেলাকে হারায়। ফরিদপুরের একমাত্র গোলদাতা সাধনা মৈত্রী। দিনের দ্বিতীয় ম্যাচে মাগুরা জেলা ৩-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারায়। জয়ী দলের মারিয়া খাতুন ২টি ও জয়ন্তী মণ্ডল একটি গোল করেন। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে এক গোল করেন পূজা রানী দাস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খুলনা জেলার বিপক্ষে ৬-১ গোলে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। নাজমুলের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় খুলনা।

২২ মিনিটে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। ৪০ মিনিটে শাহীনের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। এরপর আরও পাঁচবার খুলনার জালে বল পাঠিয়ে বড় জয় পায় দলটি। নেত্রকোনা জেলার বিপক্ষে সিলেট জেলা ৩-১ গোলে জিতেছে। ষষ্ঠ মিনিটে সুজনের গোলে এগিয়ে যায় সিলেট। ৫১ মিনিটে রাজিবের গোলে সমতায় ফেরা নেত্রকোনার জয় নিশ্চিত হয় ৭০ ও ৭৩ মিনিটে জিল্লুরের জোড়া গোলে। গত বুধবার রাতে ফেন্সিংয়ের সেইবার ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের সেইবার এককে রুপা পান বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]