চট্টগ্রামে দোকানপাট ও মার্কেটসমূহ সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় একের পর এক নির্দেশনা সম্বলিত পরিপত্র জারি করে সতর্ক অবস্থানের বার্তা দিয়ে যাচ্ছে চট্টগ্রামের জেলা প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হয়েছে।
জানা যায়, হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, শপিং মল ও পাড়া-মহল্লার দোকানপাটও সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আরো কঠোর নির্দেশনা আসতে পারে বলে জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
এর আগে, সংক্রমণের হার বাড়তে থাকায় ইতিমধ্যে নগরীর সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জনসমাগম হয় এমন যে কোনো আয়োজন পরিহার করতে গত বৃহস্পতিবার নির্দেশনাও দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবার নতুন করে আরও ৫১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ মহামারীর শুরুর পর চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের সংখ্যা এটি।
ভোরের পাতা/ই