প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৯:০৩ পিএম আপডেট: ০২.০৪.২০২১ ৯:১৩ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার (০২ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী ডাক বাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
এসময় বাবুনগরী বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোক থাকতে পারবে। কিন্তু নাস্তিকরা পারবে না।
জুনায়েদ বাবুনগরী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। ইসলামের জন্য যেমন জিহাদ করব, স্বাধীনতার জন্যও আমরা জিহাদ করব। আমরা স্বাধীনতাবিরোধী নই। রাষ্ট্রক্ষমতা আমাদের আন্দোলনের লক্ষ্য নয়।
হেফাজত আমির বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এ রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ করার একশ ভাগ অধিকার আমাদের আছে। আমাদের বাধা দেয়া হলো কেন? ছাত্রদের প্রতিবাদ মিছিলে গুলি চালাবার কোনো অধিকার প্রশাসনের নাই। যারা বিনা উস্কানিতে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক খারাপের জন্য নাস্তিকদের দায়ী করেছেন তিনি।
বাবুনগরী আরও বলেন, আমরা দেশ, স্বাধীনতা ও সরকারবিরোধী না। আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করি।
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক এনামুল হাসান বলেন, মোদিবিরোধী আন্দোলনে সারাদেশে হেফাজতের ২০ জন নিহত হয়েছেন। সরকারকে তাদের পরিবারকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এ ছাড়াও, আন্দোলনে আহত হেফাজত কর্মীদের চিকিৎসার জন্য সরকারের কাছে আরও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলী আকবর বলেন, মোদিকে খুশি করার জন্য সরকার সারাদেশে লাশ ফেলেছে। উপযুক্ত সময়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।
জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোরের পাতা/কে