প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ
'মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় আড়পাড়া বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১৪ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মাস্ক বিতরণ, ফ্রি চিকিৎসা প্রদান, অটিজম বাচ্চাদের রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শ্রীপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফয়সাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আড়পাড়া বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার পরিচালক ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুজিবুর রহমান রিপন, মাতৃছায়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ফয়সাল আহমেদ, আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফিরোজ কবির, শালিখা ব্লাড ব্যাংকের সভাপতি মেহেদী হাসান ইমরান, প্রেসক্লাব শালিখার যুগ্মসাধারণ সম্পাদক ও ভোরের পাতার শালিখা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ প্রমুখ।
ভোরের পাতা/এএম