প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৭:০৭ পিএম আপডেট: ০২.০৪.২০২১ ৭:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকায় গণপরিবহনের তীব্র সঙ্কট নিরসনে ৬০টি ডাবল ডেকার বাস নামাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
শুক্রবার (০২ এপ্রিল) বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী রোববার (৪ এপ্রিল) ৬০টি দোতলা বাস নগরীর বিভিন্ন রুটে চলাচল করবে। মূলত যেসব রুটে যাত্রী সংখ্যা বেশি সেসব রুটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মূলত এখন বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বিআরটিস’র বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এসব বাস অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি পরিপালন করতে গিয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা রবিবার থেকে ৬০টি ডাবল ডেকার বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার রাস্তায় এরইমধ্যে বিআরটিসির ৩৫টি নামানো হয়েছে। আমরা বিশ্বাস করি মোট ৬০টি বাস ঢাকার রাস্তায় নামনো হলে যাত্রীদের চাপ অনেকটা কমে যাবে।
উল্লেখ্য, করোনার প্রকোপ ঠেকাতে ১৮ দফা নির্দেশনা দেওয়ার পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। নির্দেশনা অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনার কথা বলা হলেও পূর্ণ জনবল দিয়েই চলছে বেশিরভাগ অফিস। যার ফলে গত দুই তিনদিন ধরে ঢাকায় গণপরিবহনের তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়ছেন অফিসগামী যাত্রীরা। সড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছেন সাধারণ জনগণ।
ভোরের পাতা/কে