প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ৩:২৪ পিএম আপডেট: ০২.০৪.২০২১ ৩:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (২ এপ্রিল) জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আতাউর রহমান চট্টগ্রামের চাকুরীরত হলেও তার পরিবার ঢাকায় অবস্থান করত। শারীরিক অসুস্থতা অনুভব হলে গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় নিজের বাসায় চলে যায়। এসময় তার হাল্কা সর্দি ও জ্বর ছিল। সেখান থেকে তিনি ঢাকার বাসায় অবস্থান করেন। পরবর্তীতে গত ২৯ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে দিলে ফলাফল পজেটিভ আসে।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, এরপর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আতাউর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাক্ষ্রণপাড়ায়। তিনি দুই সন্তান, স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ভোরের পাতা/পি