প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ১২:২৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ দল চলতি মাসে শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে । এই সফর থেকে ছুটি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে মুম্বাইয়ে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল খেলতে সাকিব ছুটি নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের টেস্ট খেলার ইচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, সাকিব আরও তিন বছর আগ থেকেই বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে অনাগ্রহী!
ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচ্য টেস্টের অভিজাত ফরম্যাটে খেলা প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আমি কত দিন খেলতে পারব, টেস্ট ম্যাচ আমাদের কী রকম আছে; সব কিছুর ওপরই এটি নির্ভর করছে। ১২-১৪ বছরে টেস্ট খেলেছি মাত্র ৫৭টি। অথচ আমাদের সঙ্গে অন্য দেশের যারা টেস্ট খেলা শুরু করেছে, তাদের ইতোমধ্যে ১০০-১২০টা টেস্ট খেলা হয়ে গেছে। আমাদের এত টেস্ট খেলার সুযোগ হয় না। এর ভেতরে আবার চোট, বহিষ্কারাদেশ, ব্যক্তিগত কারণে না খেলা-এসব মিলিয়ে আরও কিছু টেস্ট খেলতে পারিনি।
তিনি আরও বলেন, এগুলো আসলে কেউ পরিকল্পনা করে ঠিক করতে পারে না। অনেক কিছুর ওপর নির্ভর করে। আমার চেষ্টা থাকবে প্রতিটি ফরম্যাটেই যেন আমি জাতীয় দলের হয়ে খেলতে পারি।
ভোরের পাতা/পি