প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০২.০৪.২০২১ ২:২৪ এএম | প্রিন্ট সংস্করণ
পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৈশ্বিক এই মহামারি প্রতিরোধে যথেষ্ট ভ্যাকসিনও সংগ্রহ করতে পারেনি তারা। এর মধ্যেই দেশটির হাসপাতাল থেকে শত শত ডোজ ভ্যাকসিন গায়েব হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, লাহোর সার্ভিস হাসপাতালে পাঠানো ৫৫০টি ডোজের কোনও হদিশ পাচ্ছে না কর্তৃপক্ষ। শহরটির সরকারি মোজাং টিচিং হাসপাতালে মজুত আরও ৩৫০ ডোজ করোনা ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে জিও নিউজ। লাহোর হাসপাতালের প্রধান অবশ্য দাবি করেছেন, ভ্যাকসিনগুলো হারিয়ে যায়নি। বরং হিসাবে গরমিলের কারণেই এই জটিলতা দেখা দিয়েছে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ডা. ইয়াসমিন রশিদ জানিয়েছেন, সরকার ভ্যাকসিন ডোজের বিষয়ে নিরীক্ষা শুরু করেছে এবং শিগগিরই এ সংক্রান্ত তথ্য জমা দেয়া হবে। সাড়ে তিনশ ডোজ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ইতোমধ্যে সার্ভিস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
গত ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করার পর এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দিতে পেরেছে পাকিস্তান। দেশটিতে মূলত চীন থেকে যাওয়া ভ্যাকসিনই ব্যবহার করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তানে পাঁচ লাখ ভ্যাকসিন পাঠিয়েছিল চীনা প্রশাসন।