প্রকাশ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০২.০৪.২০২১ ১:১৮ এএম | প্রিন্ট সংস্করণ
ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে ভূষিত হয়েছেন অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ টুইট করে বিষয়টি জানানো হয়।
টুইট করে তিনি জানান, ‘ভারতীয চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত জি-কে এই বছরের দাদাসাহেব ফালকে পুরষ্কার ঘোষণা করতে পেরে আমি খুশি। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তার অবদানকে সম্মান দেওয়া হয়েছে।’
রজনীকান্তকে এই পুরষ্কারের জন্য যে নির্ণাযক-সভা তৈরি হয়েছিলো তাতে ছিলেন গায়িকা আশা ভোসলে, গায়ক-সংগীত পরিচালক শঙ্কর মহাদেবন, অভিনেতা মোহনলাল, বিশ্বজিৎ এবং চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। ২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সামনে এলেও নাম ছিল না দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম।
অবশেষে রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে সম্মানের সঙ্গে ভূষিত করার কথা জানালো কেন্দ্র। দাদাসাহেব ফালকে পুরষ্কারের জন্য অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটে তিনি লেখেন, বহু প্রজন্মের বিখ্যাত, বিভিন্ন ভূমিকায় অভিনীত স্থায়ী ব্যক্তিত্ব রজনীকান্ত জি-কে অভিনন্দন।
১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার। ভারতীয় সিনেমা নির্মাণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিত ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের নামানুসারে দেওয়া হয় এই পুরস্কার।