প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ৩১.০৩.২০২১ ২:২৯ এএম | প্রিন্ট সংস্করণ
সালটা ২০১২। লিগের শেষ ম্যাচে তাঁর সংযুক্ত সময়ের গোলে দীর্ঘ সাড়ে চার দশক বাদে ইংল্যান্ড সেরা হয়েছিল ম্যানচেস্টার সিটি। এরপর আরো ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা, ৫টি লিগ কাপ, ১টি এফএ কাপ জিতেছেন সিটির জার্সি গায়ে।
২০১৭ সালে স্কাই ব্লুজ জার্সি গায়ে হয়েছিলেন ক্লাবের রেকর্ড গোলস্কোরার। যার প্রতিভার বিচ্ছুরণে বিগত এক দশকে বিভিন্ন সময় আলোকিত হয়েছে ম্যানচেস্টার সিটি। সেই সার্জিও আগুয়েরোর সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে ম্যানচেস্টারের ক্লাবটির।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৭ গোলের মালিক সার্জিও আগুয়েরো জানান, চলতি মৌসুম শেষেই সিটির সঙ্গে সম্পর্কে ইতি টানছেন তিনি। নতুন করে এই ক্লাবের সঙ্গে আর চুক্তি করবেন না তিনি। এরপর ক্লাবের পক্ষ থেকে এক আবেগঘন বার্তায় ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
২০১২ আগুয়েরোর গোলে সিটির প্রিমিয়ার লিগ জয়কে অনেক ফুটবল বিশেষজ্ঞ সবচেয়ে নাটকীয় শিরোপা জয় আখ্যা দিয়ে থাকেন। সেই আগুয়েরো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় মন ভালো নেই স্কাই বলুজদের। বিদায়বেলায় ঘরের ছেলেকে জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা দিতে চলেছে ম্যানচেস্টার সিটি। হোমগ্রাউন্ড ইতিহাদে বসবে আগুয়েরোর মূর্তি। ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানির পর তৃতীয় ফুটবলার হিসেবে ইতিহাদে আগুয়েরোর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানসিটি কর্তৃপক্ষ।
কিন্তু সিটিকে বাই-বাই করে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড যাচ্ছেন কোথায়?
বিভিন্ন মহলে কান পাতলে শোনা যাচ্ছে বার্সেলোনা নাকি লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে আগুয়েরোকে পেতে ঝাঁপিয়েছে। সেক্ষেত্রে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে কাতালোনিয়া ক্লাবে আগুয়েরোকে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে।
বিশেষজ্ঞ মহলের একাংশ আবার দাবি করছে যে, আগুয়েরোকে দলে এনে লিওনেল মেসিকে বার্সেলোনায় রেখে দেওয়ার চেষ্টা করছে কাতালোনিয়া ক্লাবটির ম্যানেজমেন্ট। কারণ চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা প্রায় ছেড়ে দিয়েছিলেন মেসি। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ার কারণে ম্যানচেস্টার সিটির পথে পা বাড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
পরে সেই ঝামেলা মিটলেও আগামী মৌসুমে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করে প্যারিস সেইন্ট জার্মেইতে মেসির চলে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে ভালোমতোই। এখন দেখার জাতীয় দলের সতীর্থকে নিয়ে এসে মেসিকে তাদের ক্লাবে রেখে দিতে পারে কিনা বার্সা কর্তৃপক্ষ।