প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ৩১.০৩.২০২১ ২:৩০ এএম | প্রিন্ট সংস্করণ
বলা হয় ক্রিকেট গৌরবময় অনিশ্চিয়তার খেলা। তাই মাত্র ১৫১ রান করেও ইনিংস ব্যবধানে বিপক্ষ দলকে হারানো যায়। এমনি ঘটনা ঘটেছে রাজশাহী বনাম বরিশালের ম্যাচে। সেখানে রাজশাহী মাত্র ১৫১ রান করে বরিশালকে ইনিংস ও ৯ রানে হারিয়েছে।
এই হারের ভিতর দিয়ে বরিশাল বিভাগ প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ইনিংসে নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ে। সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের নৈপুণ্যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করেও ইনিংস ও ৯ রানে জিতেছে রাজশাহী। প্রথম ইনিংসে ৮২ রান করা বরিশাল এবার গুটিয়ে গেছে কেবল ৬০ রানে।
এই ম্যাচের আগে দলটির সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই।বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশালের ইনিংস টেকে কেবল ৩৪ ওভার।দিনের শুরুটা ভালোই ছিল দলটির। নাইটওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে সাবধানী শুরু করেন মইনুল ইসলাম। ১৪ রান করা রাব্বিকে ফিরিয়ে শিকার ধরেন সানজামুল।
মইনুলের ব্যাটে এগিয়ে যেতে থাকে বরিশাল। কিন্তু সানজামুলের বাড়তি লাফানো বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি। ৩ চারে এই ওপেনার করেন ২৮।এরপরই পাল্টে যায় খেলার চিত্র। সানজামুল ও তাইজুলের দারুণ বোলিংয়ে মাত্র ৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। দলটির ৯ ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে।১৫ রানে ৬ উইকেট নিয়ে তাদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন সানজামুল।
প্রথম ইনিংসে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৩৩ রানে পেলেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম বার পেলেন ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে ১০ উইকেট পঞ্চমবার। দুই ইনিংসেই দারুণ বোলিং আর ১০ নম্বরে নেমে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তাইজুল।
দ্বিতীয় স্তরে এটা রাজশাহীর প্রথম জয়। আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে, বরিশাল হারল টানা দুই ম্যাচে। ঢাকার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।