প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১:০০ এএম | অনলাইন সংস্করণ
তথ্য-প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে প্রবাসীদের সেবা দানের জন্য তৈরি অ্যাপ ‘প্রবাসী’র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসীদের তথ্য সেবা দানের জন্য তৈরি অ্যাপ ‘প্রবাসী’র উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীর সহজে, সাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে। কারণ, প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না, সময় ও অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে।
শাহরিয়ার আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক। কিন্তু প্রবাসীদের অনেক সমস্যা এখনো আমরা নিরসন করতে পারিনি। আমি বিদেশে গেলে যখনই সময় পাই প্রবাসীদের সমস্যাগুলো জানার চেষ্টা করি। প্রবাসীদের প্রধান সমস্যা দূতাবাসগুলোতে তারা দ্রুত সেবা পান না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
ভোরের পাতা/কে