প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম | অনলাইন সংস্করণ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
মঙ্গলবার (৩০ মার্চ) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
২০২০ সালের পহেলা জানুয়ারিতে যাদের বয়স ৩৫ বছর বা তার কম ছিল তারা আবেদন করতে পারবেন।
তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী ও ২০১৮ সালের ১২ জুনের আগে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে বয়স শিথিল ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুল ও কলেজে ৩১ হাজার ১০১ জন এবং মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৯৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সংরক্ষিত হিসেবে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
সর্বমোট ৫৪ হাজার ৩০৪ টি পদের মধ্যে ৪৮ হাজার ১৯৯ টি এমপিওভুক্ত শূন্যপদ এবং নন-এমপিও পদ রয়েছে ৬ হাজার ১০৫ টি।
বিষয় ও পদভিত্তিক শূন্য পদের তালিকা পহেলা এপ্রিল www.ntrca.gov.bd ও http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনকারীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি দিতে হবে ১০০ টাকা।
ভোরের পাতা-এনই