শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হংকংয়ের নির্বাচনী সংস্কার আইন পাস করছে চীন
প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

হংকংয়ে নির্বাচনী আইন সংস্কারে প্রস্তাবিত আইন চূড়ান্ত করেছে চীন। গতকাল মঙ্গলবার   এটা পাস হয়েছে। ভূখন্ডটির ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ আরও বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে চলতি মাসের শুরুতে চীন দাবি করেছিল- দেশপ্রেমিকদের হাতেই যেন হংকংয়ের দায়িত্ব থাকে; এটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সমালোচকদের দাবি- এর ফলে শহরটির ওপর চীনের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে এই সংস্কার আইন পাস হলে হংকংয়ে গণতন্ত্রের সূর্য অস্তমিত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।অর্থাৎ, হংকংয়ের পার্লামেন্টে সরকারবিরোধী কেউ থাকবে না। আরও স্পষ্ট করে বললে, হংকংয়ের পার্লামেন্টে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হওয়ার আগে চীনের মূল ভূখন্ডের প্রতি তার বিশ্বস্ততা ও আনুগত্য পরীক্ষা করে দেখা হবে।এর আগে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি প্রস্তাব পাস করে চীন। গত ১১ মার্চ চীনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) সম্মেলনে এই প্রস্তাবটি পাস হয়। এর ফলে ভূখন্ডটিতে গণতান্ত্রিক কার্যক্রম সীমিত হবে এবং বেইজিংপন্থি ব্যক্তিরাই নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচিত হবেন বলে তখনই আশঙ্কা করা হয়েছিল।
প্রস্তাবিত এই আইনটি এখন বেইজিংয়ের এনপিসি স্ট্যান্ডিং কমিটি যাচাই-বাছাই করে দেখছে। এরপর সেটি হংকংয়ের মিনি সংবিধান নামে পরিচিত ‘ব্যাসিক ল’ বা ‘মৌলিক আইনে’ অন্তর্ভুক্ত করা হবে।হংকংয়ের মৌলিক আইন- ভূখন্ডটির মিনি সংবিধান হিসেবে পরিচিত। ১৯৯৭ সালে ব্রিটেন হংকংয়ের দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করার সময় অঞ্চলটিতে এই আইন কার্যকর হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের আইনসভা বলে পরিচিত লেজিসলেটিভ কাউন্সিলের আসন সংখ্যা ৭০ থেকে ৯০টিতে উন্নীত করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে যেখানে- নির্বাচনী কমিটি সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে এমপিদের মনোনয়ন দেবে।বেইজিংপন্থিদের সমন্বয়ে সেই কমিটি গঠন করা হবে।

তাদের কাজ হবে, চীনের সমালোচক কোনো রাজনীতিককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা।বর্তমানে হংকংয়ের আইনসভায় ৭০টি আসন রয়েছে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী অর্ধেকেরও কম আসনে প্রার্থীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন। আর সেই আসনগুলোর মধ্যে মাত্র হাতেগোনা কয়েকটি আসনে বর্তমানে গণতন্ত্রপন্থিরা আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।কিন্তু বেইজিং সেই অল্প সংখ্যক আইনপ্রণেতাকেও রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে। এর অর্থ- হংকংয়ের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের কোনো ভাবেই সহ্য করবে না শি জিনপিংয়ের প্রশাসন।
নির্বাচনী ব্যবস্থায় যে সংস্কার :হংকংয়ের নির্বাচনসংক্রান্ত্র বিধিতে পরিবর্তন আনছে চীন।  গতকাল মঙ্গলবারই   তা চূড়ান্ত হয়েছে।  শুধুমাত্র ‘দেশপ্রেমিক’ ব্যক্তিরাই যেন নির্বাচনে অংশ নিতে পারেন সেটা নিশ্চিত করতেই এই আইন সংস্কার করছে বেইজিং।তবে সমালোচকরা বলছেন, এটি হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে।

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, এই আইন বিরোধীদেরকে পার্লামেন্টের বাইরে রাখবে, যার অর্থ সেখানে গণতন্ত্রের অবসান ঘটবে।চীনের এ পদক্ষেপের অর্থ হল- যেকোন সম্ভাব্য সংসদ সদস্যের নির্বাচনে অংশ নেওয়ার আগেই পরীক্ষা করে দেখা হবে যে তিনি চীনের প্রতি যথেষ্ট অনুগত কি-না। অর্থাৎ, হংকংয়ের পার্লামেন্টে সরকারবিরোধী কেউ থাকবে না।এর আগে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি প্রস্তাব পাস করে চীন। গত ১১ মার্চ চীনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) সম্মেলনে এই প্রস্তাবটি পাস হয়।

এর ফলে ভূখন্ডটিতে গণতান্ত্রিক কার্যক্রম সীমিত হবে এবং বেইজিংপন্থি ব্যক্তিরাই নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচিত হবেন বলে তখনই আশঙ্কা করা হয়েছিল। প্রস্তাবিত এই আইনটি এখন বেইজিংয়ের এনপিসি স্ট্যান্ডিং কমিটি যাচাই-বাছাই করে দেখছে। এরপর সেটি হংকংয়ের মিনি সংবিধান নামে পরিচিত ‘ব্যাসিক ল’ বা ‘মৌলিক আইনে’ অন্তর্ভুক্ত করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]