করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তার দুই ছেলে ও পুত্রবধূও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে সিমিন হোসেন রিমি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার স্বামী মোস্তাক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অনুষ্ঠানে যোগ দেন, তাতে অংশ নেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ সিমিন হোসেন রিমি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এ সময় তার শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না। পরদিন (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্দি-জ্বর রয়েছে। সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুরে তিনি উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরও জানান, রিমির করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তাদের দুই ছেলে রাজিব হোসাইন ও রাকিব হোসাইন এবং তাদের স্ত্রীদের কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
ভোরের পাতা/ই