আলোচনা সভায় বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী রুবেল ও সেলিম ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এনডিসি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান, জার্মান আওয়ামী লীগ সাবেক প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার ও বাংলাদেশ মহিলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট তৌহিদা নাজনীন।
প্রধান অতিথি শাজাহান খান বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে শাহাবুদ্দিন, জয়নাল হক, হাফিজুর রহমান আলম, মিজানুর হক খান, মাবু জাফর স্বপন, মাহফুজ ফারুক, নুরজাহান খান নুরি, কে এম লোকমান হোসেন, বজলুর রশীদ ভুলু, মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, রোমান মিয়া ,নোমান হামিদ, মাসুদুর রহমান মাসুদ, আলমগীর আলম, হাকিম টিটু, খান লিটন, সাইফুদ্দিন রিচার্ড, আবুল কালাম, শাহআলম, নিতিশ কুন্ডু, বদিউজ্জান, ফিরোজ আহমেদ, সোহাগ মোল্লা, শেখ রেদোয়ান, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মো. কুদ্দুস আলী, খান সিহাব , ফরাহাদুজ্জামান ভুইয়া, আওয়াল খান ও সিরাজুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।