১৯৪৫ সালের পর ৭৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লির তাপমাত্রা নথিভুক্ত করার কেন্দ্র সফদরজঙ্গের অফিস জানিয়েছে, এদিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া অফিসের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৪৫ সালের ৩১ মার্চের পর মার্চ মাসে এটাই দিল্লির সবচেয়ে গরম দিন। ওইদিন রাজধানীতে তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।
সোমবার নজাফগড়ে ৪১.৮, নারেলায় ৪১.৭, পিতমপুরায় ৪১.৬ ও পুসায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের চেয়েও ৩ ডিগ্রি বেশি।
এদিকে দিল্লিবাসীর জন্য এখন থেকেই লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি। ইতোমধ্যেই পুরো দিল্লিজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে।