প্রকাশ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১২:১৬ এএম | অনলাইন সংস্করণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফুটবলাররা দেশকে ট্রফি উপহার দিতে পারবেন- এমন প্রত্যাশা ছিল সবার।
ফুটবলারদের মুখ থেকেও বারবার শোনা গেছে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা দেশকে একটি ট্রফি দিতে চান। তবে বিদেশ থেকে ট্রফি নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের যে প্রত্যাশা ছিল তাদের তা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে নেপাল।
নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হলেন জামাল ভূঁইয়ারা।
সোমবার (২৯ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।
ম্যাচে ১৮তম মিনিটে কর্নার থেকে লিড নেয় নেপাল। দলটির মিডফিল্ডার সংযোগ রায়ের জোরালো শট মানিক মোল্লার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়।
পরে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। রনজিত ধিমালের পাস সংযোগ নিখুঁত টোকায় বাড়িয়ে দেন বিশাল রায়ের উদ্দেশে। সেখানে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কয়েকটি আক্রমণও চালায় সফরকারীরা। অবশেষে ৮৩তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে একটি গোল শোধ করেন।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে সর্বাধিক ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। নেপাল দুই ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল।
ভোরের পাতা/কে