প্রকাশ: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৯:৫২ পিএম আপডেট: ২৯.০৩.২০২১ ৯:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জে হরতালের দিনে জেলা আওয়ামী লীগের অফিসে হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কমিটি।
সোমবার (২৯ মার্চ) বিকেলে দলীয় কার্যালয়ের সামনের থেকে সংগঠনের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এড. এ এ আফজালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ওই বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার, রথখোলা, আখড়াবাজার, কালীবাড়ি হয়ে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় হামলায় জড়িত হেফাজত-বিএনপি-জামায়াতের সদস্যদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনাসহ শহরে ব্যাপক তাণ্ডবের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার একটি মামলা দায়ের করেছে। আরও দু’টি মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে হেফাজতের ডাকা হরতালের সময় বিনা উস্কানিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে হরতালকারীরা। এ সময় ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগের তাণ্ডব চালায় তারা।
ভোরের পাতা/পি