প্রকাশ: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৫:৪০ পিএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার (৩০ মার্চ) সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরার কঠিন চ্যালেঞ্জ। তারপরেও, সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চায় টাইগাররা। একাদশ আসবে একাধিক পরিবর্তন। তবে নির্ভার নিউজিল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায়। নেপিয়ারে দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
ওশেনিয়ার সাগরের কুল ঘেঁষেই নেপিয়ারে বাংলাদেশের ক্রিকেট দলের টিম হোটেল। সাগরের প্রশান্তিও, উপভোগ করতে পারছে না ক্রিকেটাররা। এর জন্য তারা নিজেরাই দায়ী। আনতে পারেনি জয়ের উপলক্ষ। খেলতে পারছেন না নিজেদের সামর্থ্য অনুযায়ী। হারের বৃত্ত ভাঙাটা তাই অনেকটা দিবাস্বপ্নের মতোই।
বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদ বলেন, 'আগের ম্যাচে আমরা আরও ভাল ক্রিকেট খেলতে পারতাম। কিন্তু, কয়েকটা ক্যাচ মিসের কারণে হয়নি। দ্বিতীয় ম্যাচে দলের সাফল্যের জন্য আরও চেষ্টা করবো ভাল বোলিং করতে।'
২০১৭ সালে নেপিয়ারের এই ম্যাকলিন পার্কে টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিলো। ২ ওভার হাতে রেখেই জিতেছিলো কিউইরা। ম্যাকলিন পার্কের বাউন্ডারি আকারে ছোট। উইকেটে রান আছে। ২৪১ রান এই মাঠে সর্বোচ্চ স্কোর।
হোম গ্রাউন্ডে বরাবরই অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। গেলো চার মাসে উইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে নিউজিল্যান্ড। সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় খুব স্বাভাবিক।
একে তো অপ্রতিরোধ্য স্বাগতিকরা। তার ওপর অতিথিদের কাটা ঘায়ে নুনের ছিটা ডেভন কনওয়ের দাপুটে ব্যাটিং। থামানো যাচ্ছেই না এই ব্যাটসম্যানকে। মাত্র চার মাসের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ক্রিকেট বিশ্বের দৃষ্টি কেড়েছেন। ১২টি টি-টোয়েন্টিতে গড় প্রায় ৬৬ করে আর স্ট্রাইক রেট ঈর্ষণীয় দেড়শ'র ওপর। তাই কনওয়েকে দ্রুত আউট করার মন্ত্র বের করতে হবে কোচ রাসেল ডমিঙ্গোকে।
অতীতে অনেক বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে বাংলাদেশের। সেই ধারায় এবারও তারা সেই প্রতিজ্ঞায় একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট।
ভোরের পাতা/পি