প্রকাশ: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৯.০৩.২০২১ ৪:০৭ এএম | প্রিন্ট সংস্করণ
দেখতে দেখতে জীবনের ৪১ বসন্ত পার করে দিলেন শাকিব খান। গতকাল ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
২০০৮ সালে নায়ক মান্নার মৃত্যুর পর শাকিব খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয় নায়ক থেকে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।
শুধু দেশে নয়, দেশের বাইরেও কাজ করেছেন শাকিব। কলকাতায় শিকারী, নবাব, ভাইজান এলোরে’র মতো সিনেমায় কাজ করে সেখানেও জনপ্রিয়তা পেয়েছেন। প্রতিবছর বেশ বড় করে জন্মদিন পালন করেন তিনি। গেল বছরে ব্যতিক্রম ঘটেছিল। দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় জন্মদিনে কোন আয়োজন করেননি।
নিজের ৪২তম জন্মদিনে শাকিব খান রয়েছেন ঢাকার অদূরে পাবনার রতœদ্বীপ রিসোর্টে। সেখানে শুটিং চলছে তার আসন্ন ঈদের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র। চলতি মাসের শুরু থেকেই সেখানে রয়েছেন তিনি। ঘড়ির কাঁটা ১২ ছুঁতেই টিমের সবাই মিলে সেটে এ নায়কের জন্মদিন পালন করেন। শাকিব খানের প্রথম সিনেমা ‘সুখী হতে চায়’। আফতাব খান টুলু পরিচালিত এ শাকিবের নায়িকা ছিল আরেক নবাগতা কারিশমা শেখ।
তবে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়। ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়েই রূপালি পর্দায় আগমন ঘটে এ নায়কের। সে সময়ই নিজের নাম পাল্টে মাসুদ রানা থেকে শাকিব খান রাখেন তিনি। নাম রাখলেও নামের সুবিচার করে শাকিব খান হয়ে উঠতে অনেকটা সময় লেগেছে তার, কাঠখড়ও পোহাতে হয়েছে অনেক। নিজের এই নামের প্রসঙ্গে শাকিব খান জানিয়েছিলেন, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান ভাইসহ আমার প্রথম সিনেমার ইউনিট বেশ কয়েকটি নাম পছন্দ করেছিলেন। সেখান থেকে আমিই শাকিব খান নামটি পছন্দ করেছিলাম।
প্রথম সিনেমাতে তেমন সাফল্য না পেলেও পরিচালকদের নজর কাড়েন শাকিব। এক বছরের মধ্যেই শাবনূর, পপি, পূর্ণিমা, মুনমুন তখনকার সেরা ৪ নায়িকার সঙ্গে জুটি বাঁধেন তিনি। তাদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে আলোচনায় নিয়ে আসেন। ‘আমার স্বপ্ন তুমি’ সিনেমাটি তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করে। ছবিটি সাফল্য পায় সেইসাথে নায়ক হিসেবে বেশ পরিচিতি পান। এরপর ‘কোটি টাকার কাবিন’ সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
একক নায়ক হিসেবে দর্শকমহলে হয়ে উঠেন জনপ্রিয়। এরপর থেকে একের পর সিনেমায় দর্শকপ্রিয়তা পেতে থাকেন। নায়কের বাইরে ২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে প্রযোজনায় নাম লেখান শাকিব। প্রথমে অনিয়মিত হলেও সম্প্রতি প্রযোজনায় নিয়মিত হয়েছেন তিনি।
এরপর ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমায় প্রযোজনা করেন তিনি। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে শাকিব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৪ বার।