প্রকাশ: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৯.০৩.২০২১ ১২:৩০ এএম | প্রিন্ট সংস্করণ
মিশরের রাজধানী কায়রোয় একটি ভবন ধসে ১৮ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। কায়রো গভর্ণরের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বেসমেন্ট, এক তলা ও উপরের ৯ টি তলা নিয়ে গঠিত ভবনটি সম্পর্কে স্থানীয় সময় ভোরে জরুরি সতর্কতা জানানো হয়েছিল।
বিবৃতিতে আরো বলা হয়, গভর্ণর খালেদ আবদেল আল তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষয়ক্ষতি নিরুপনে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।নির্মাণ বিধিমালা না মেনে অপরিকল্পিত জরাজীর্ণ প্রাঙ্গন গড়ে ওঠায় মিশরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ক’টি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে।