সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মুক্তিযুদ্ধের চেতনায় উগ্র মৌলবাদীদের রুখে দিতে হবে: সাজ্জাদ আলম খান তপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ মার্চ, ২০২১, ১০:২৫ পিএম | অনলাইন সংস্করণ

শেখ মুজিবের সোনার বাঙলাকে নিয়ে ফের ষড়যন্ত্র শুরু করেছে সেই পাকিস্তানের রয়ে যাওয়া কিছু প্রেতাত্মারা যারা আজ হেফাজত, জামায়াত-শিবির নামে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে সেই সাম্প্রদায়িক গোষ্ঠীরা আবারো ফণা তুলছে। কিন্তু তারা বাঙালির আসল চেহারা এখনো দেখেনি। বাঙালি যদি ফণা তুলে দাঁড়ায় তাহলে তারা এবার আর রক্ষা পাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্য অবস্থানই পারে এই ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। 

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২৯২তম পর্বে রোববার আলোচক হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন- ইসলমী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনূর রহমান, অস্ট্রিয়া প্রবাসী ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব আহমেদ ফিরোজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার সিনিয়র রিপোর্টার উৎপল দাস।

সাজ্জাদ আলম খান তপু বলেন, বাংলাদেশে আসলে কারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে? এরা কারা? আমাদের আসলে এটা খুঁজে বের করতে হবে। আমরা এদের হাটহাজারিতে দেখেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখছি। এদের যতই মুখোশ থাকুক না কেন আমরা কিন্তু বুঝি এরা কারা। শান্তি প্রিয় ধর্ম ইসলামকে এরা রাজনৈতিক আঁকারে নিয়ে উচ্ছৃঙ্খলতা উন্মাদনা ছড়িয়ে দিতে চাচ্ছে। আমরা দেখেছি ‘৭৫-এ রাজনৈতিক পরিবর্তনের সময় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে এই উন্মাদনা সে সময় কিছুটা বেগ পেয়েছিল। দীর্ঘ ২১ বছর আমরা এর কাল সাক্ষী ছিলাম। এই ২১ বছর তারা এই ধর্মীয় উন্মাদনা কাজে লাগিয়ে তাদের শাসন শোষণের পক্রিয়াটাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। কিন্তু তারা তাদের আসল উদ্দেশ্য হাসিল করতে পারেনি কারণ বাঙলার মানুষ বীরের জাতি, যে জাতির আদর্শিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা সব সময় মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েও তাদের মূল আকাঙ্খা বাস্তবায়ন করতে পারেনি কখনো। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারের বেশি। আমরা মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তান উভয় দেশ থেকে এগিয়ে। করোনাকালে স্বল্পোন্নত ও উন্নয়নশীল অনেক দেশ তাদের অর্থনীতির চাকা সচল রাখতে পারেনি। বাংলাদেশ পেরেছে এবং সেটা অন্যদের কাছে বলছে, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এ স্মরণীয় বার্ষিকীর অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন তারা সবাই বলছেন বাংলাদেশের এ অর্জনের কথা। এই স্বনির্ভর বাংলাদেশকে নিয়ে এই উগ্রমৌলবাদীরা ফের মাথা চাড়া দিয়ে উঠার পাঁয়তারা করছে। আমরা যখন আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি তখন আবার এই উগ্রধর্মীয় গস্টিদের আস্ফালন আবার বেড়ে গিয়েছে। এই জন্য আমাদের সদা জাগ্রত থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্য অবস্থায় পারে এই ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  ড. শাহিনূর রহমান   আহমেদ ফিরোজ   সাজ্জাদ আলম খান তপু   ভোরের পাতা সংলাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]