প্রকাশ: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৭.০৩.২০২১ ২:৩৮ এএম | প্রিন্ট সংস্করণ
ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের গ্ল্যামার ও প্রভাব এখন এতোটাই বেড়েছে যে, এতে অংশগ্রহণকারী খেলোয়াড়রা রীতিমতো দোটানায় পড়ে যান জাতীয় দলের খেলা থাকলে।
প্রায়শই দেখা যায়, নিজ জাতীয় দলের চেয়ে আইপিএলে খেলাকেই প্রাধান্য দিয়ে থাকেন ক্রিকেটাররা। সে তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি এখন এমন অবস্থায় পড়েছেন, আইপিএলে তার দল দিল্লি ক্যাপিট্যালস যদি ফাইনালে ওঠে, তাহলে তার পক্ষে জাতীয় দলের টেস্ট খেলা সম্ভব হবে না। আর এমনটা হলে তিনি আইপিএলকেই বেছে নেবেন বলে জানিয়েছেন।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ মে শেষ হবে আইপিএলের এবারের আসর। অন্যদিকে ২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। করোনাকালীন বাস্তবতায় কোয়ারেন্টাইনজনিত ঝামেলার কারণে ৩০ মে ফাইনাল খেলে ২ জুন টেস্টে নামা সম্ভব হবে না ওকসের, বাদ দিতে হবে যেকোনো একটি।আর এই দোটানায় পড়ে নিজ দেশের টেস্ট ছাড়ার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন ওকস।
দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড চায় আমরা যেন আইপিএলে নিজেদের জায়গা আরও প্রসারিত করতে পারি। এমন সুযোগ বারবার আসে না। এটি করতে গিয়ে একটি টেস্ট বাদ পড়লে, দূর্ভাগ্যবশত তাই হবে। খেলোয়াড়রা এখন বেশ উদ্ভত পরিস্থিতির মধ্যে আছে।’
তবে রাস্তা খোলা রেখেছেন ওকস। তিনি যদি দিল্লি ক্যাপিট্যালসের মূল একাদশে জায়গা না পান, তাহলে লর্ডসে টেস্ট খেলার জন্য উড়াল দেবেন। এক্ষেত্রে দিল্লির কোচ রিকি পন্টিং বা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে কথা বলে নেবেন তিনি।
ওকসের ভাষ্য, ‘আমি যদি দিল্লির একাদশে না থাকি, তাহলে পন্টিংয়ের সঙ্গে কথা বলব। অবশ্যই আমি লর্ডসে খেলতে চাই। সেখানে আমার রেকর্ডই আমার পক্ষে কথা বলবে। কিন্তু এই টেস্টগুলো বেশ পরে আয়োজন করা হয়েছে।’