প্রকাশ: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৭.০৩.২০২১ ২:৩৭ এএম | প্রিন্ট সংস্করণ
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ দল অনুশীলন সূচির একটু আগেই পৌঁছাল। অনুশীলন শুরুর আগে ফুটবলাররা আড্ডায় মেতে উঠলেন নিজেরা। নির্ভার ও নিরুত্তাপ পরিস্থিতির মধ্যেও খানিকটা চাপ ফরোয়ার্ডদের। বাংলাদেশ জিতলেও একমাত্র জয়সূচক গোলটি যে জেমি ডের শিষ্যদের পা থেকে আসেনি। তাই আনফা অনুশীলনে সাদ, মতিন, রয়েলদের একটু বেশি মনোযোগী মনে হলো। প্রথম ম্যাচের গোলটি আত্মঘাতী হলেও সাদ উদ্দিনের ক্রস ছিল গোলের ভিত্তি।
আগের ম্যাচে ছিলেন যোগানদাতা গতকাল অনুশীলন শেষে নিজেই গোল করার প্রত্যয় ব্যক্ত করলেন অ্যাটাকিং মিডফিল্ডার সাদ উদ্দিন, ‘আগের ম্যাচে আমার ক্রস থেকে গোল হয়েছে। সামনের ম্যাচে সুযোগ পেলে নিজেই গোল করতে চাই।’ মিডফিল্ডার হলেও আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন সাদ। ভারতের মাটিতে রয়েছে তার দুই গোল। জাতীয় দলের জার্সি গায়ে ভারতের বিপক্ষে একটি আরেকটি আবাহনীর জার্সিতে এএফসি কাপে। এই টুর্নামেন্টেও গোল করতে চান এই ফরোয়ার্ড।
প্রথম ম্যাচে নতুন ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল সম্পর্কে সাদ বলেন, ‘সে নতুন হিসেবে ভালো খেলেছে। বলের নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি ও সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে ম্যাচে। শুধু রয়েল একা নয়, নতুন সবাই ভালো খেলেছে।’
কিরগিজস্তান ম্যাচে প্রথম বারের মতো জাতীয় দলের জার্সি গায়ে পড়া ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ সতীর্থদের প্রশংসা করেছে, ‘প্রথম ম্যাচেই দলের জয়ের অংশীদার হওয়া একটা সৌভাগ্যের বিষয়। দলের সবার কাছ থেকে সমান সহযোগিতা পেয়েছি। সামনে সুযোগ পেলে আরেও ভালো খেলার চেষ্টা করব।’জাতীয় ফুটবল দলের অন্যতম সমস্যা স্কোরিং। এলিটা কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করায় স্ট্রাইকিং জোনে নির্ভরতার জায়গা খুঁজে পাচ্ছেন সাদ, ‘সে ভালো মানের ফুটবলার। লিগে প্রমাণ করে জাতীয় দলে আসতে পারলে আমাদের জন্য খুবই সহায়ক হবে।’
বাংলাদেশ দল গত বুধবার অনুশীলন করেনি। গতকাল সকালে টিম হোটেলে জিম করেছেন। বিকেলে ঘণ্টা খানেকের মতো অনুশীলন হয়েছে। গতকাল ম্যাচের আগের দিন বিকেলে অনুশীলনী করেছে জেমির শিষ্যরা। আজ ২৭ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচ সাগতিকদের মোকবিলা করবে বাংলাদেশের।