প্রকাশ: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৭.০৩.২০২১ ২:৩৫ এএম | প্রিন্ট সংস্করণ
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পায়নি কেউই। ম্যাচটি অমীমাংসিতভাবে ড্র হয়েছে। শ্রীলঙ্কার দেয়া ৩৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরা পঞ্চমদিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান করলে দ’ুদল ড্র মেনে হয়।ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হলে ২৭১ রান তুলে উইন্ডিজ দল। প্রথম ইনিংশ শেষে ১০২ রানের লিড পায় ক্রেইগ ব্র্যাথওয়েট বাহিনী। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেন লঙ্কান ব্যাটসম্যানরা।
পাথুম নিশানকার ১০৩ এবং নিরোশান ডিকভেলার ৯৬ রানের ইনিংসের উপর ভর করে ৪৭৬ রান তুলে করুণারত্নের দল। ফলে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৭৫ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।পঞ্চম দিনের খেলায় জয়ের জন্য ৩৪১ রানের প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। অন্যদিকে জিততে হলে প্রতিপক্ষের ৯ উইকেট ফেলতে হতো সফরকারীদের। কিন্তু এদিন কাজের কাজ করতে পারেনি কোনো দলই। তাই ম্যাচটিতে জয় পায়নি কেউই।পঞ্চম দিন ব্যাট করতে নেমে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। ফিরেছেন ব্যক্তিগত ২৩ রানে।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে এনক্রমাহ বোনার এবং কাইল মেয়ার্স মিলে ১০৫ রান করলে হারের শঙ্কা অনেকটাই কেটে যায়। তবে মেয়ার্স ব্যক্তিগত অর্ধশত রান তোলার পর নিজের ইনিংসটা বেশি বড় করতে পারেননি। ফিরেছেন ৫২ রানে। পরের উইকেটে ব্যাট করতে আসা জার্মেইন ব্ল্যাকউড সাজঘরে ফিরেছেন মাত্র ৪ রানে। ব্ল্যাকউডের পর আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ কের ১১৩ রানে অপরাজিত থাকেন বোনার। আর জেসন হোল্ডার অপরাজিত থাকেন ১৮ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো এবং লাসিথ এমবুলদেনিয়া। বোনার ম্যাচসেরা নির্বাচিত হন।