প্রকাশ: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৭.০৩.২০২১ ২:৩৩ এএম | প্রিন্ট সংস্করণ
গতকাল ছিল ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পূর্ণ হলো স্বাধীনতা ঘোষণার অর্ধশত বছর। ৩০ লাখ শহীদের আত্মদান, দুই লাখ মা-বোনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস ২৬ মার্চ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দে ভেসেছে গোটা দেশ। এই উৎসবে সামিল ক্রিকেটাররাও। ফেসবুকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। স্বাধীনতার ৫০ বছরে পা রাখার দিনে শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘স্বাধীনতার ৫০তম বছরে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধাদের। তাঁদের আত্মত্যাগেই বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
মহান স্বাধীনতা দিবস-এর শুভেচ্ছা জানালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেসবুকে গতকাল লিখলেন, ‘৪৯ বছর ধরে আমরা জাতি হিসেবে অর্থনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে মনে রাখার মত উন্নতি করেছি। আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই প্রথমেই মুক্তিযোদ্ধাদের। কৃতজ্ঞতা প্রবাসী রেমিট্ন্স যোদ্ধাদের প্রতি যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন।’
মুশফিক আরও যোগ করলেন, ‘যখনই আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে মাঠে নামি, সেই গর্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি আজকের মুশফিকুর রহিম হতে পারতাম না, যদি এ দেশ স্বাধীন না হতো। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’
২৬ মার্চের এই ঐতিহাসিক দিনে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মাহমুদউল্লাহ রিয়াদ লিখলেন, ‘৫০ শুধুমাত্র আমার দেশের হাফ-সেঞ্চুরি নয়। এই সংখ্যায় লুকিয়ে আছে বীরত্ব, ত্যাগ ও ইতিহাস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’
জাতীয় দলের অরেক ক্রিকেটার লিটন দাসও শুভেচ্ছা জানালেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ব্যাটসম্যান লিখেছেন, ‘আজ (গতকাল) আমরা স্বাধীনতার ৫০তম বছরে পা দিলাম। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের। তাঁদের জন্যেই আজ আমরা মাথা উচুঁ করে চলতে পারি, বলতে পারি আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
পতাকা হাতে নিজের একটি ছবি দিয়ে সৌম্য সরকারও জানালেন শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘স্বাধীনতা সহজে মেলে না। লড়াই করে অর্জন করতে হয়। তাই তো স্বাধীনতা দিবস এক গর্বের দিন। এমন বিশেষ দিনে অনেকে-অনেক শুভেচ্ছা জানাই।