প্রকাশ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৩.০৩.২০২১ ১২:১৬ এএম | প্রিন্ট সংস্করণ
লিগ ওয়ানের ম্যাচে গত রোববার লিঁওকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। চার গোলের মধ্যে দুইটি গোলই কিলিয়ান এমবাপ্পের। তবে, দুইটি গোল করলেও ম্যাচের ৭০তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে।
এই জয়ের পর ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে পিএসজি। সমান সংখ্যক ম্যাচ খেলে এবং সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিলি। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে লিঁও। এদিন ম্যাচের ১৫তম মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় পিএসজি। ৩২তম মিনিটে দানিলো পেরেইরা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ৪৭তম মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে লিড আরো বাড়ায় তারা। ৫২তম মিনিটে এমবাপ্পে তার দ্বিতীয় গোলটি করেন। যার ফলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
তবে, এর পরে দুইটি গোল করে লিওঁ। ৬২তম মিনিটে ইসলাম স্লিমানির গোলে ব্যবধান কমায় তারা। ৮১তম মিনিটে ম্যাক্সওয়েল কর্নেটের গোলে হারের ব্যবধান আরেকটু কমায় লিঁও। শেষমেশ ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ইনজুরি থেকে সেরে উঠে পিএসজি তারকা নেইমারের এটি ছিল প্রথম ম্যাচ। কিন্তু তিনি গোলের দেখা পাননি।