প্রকাশ: সোমবার, ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০৩.২০২১ ৩:৫৩ এএম | প্রিন্ট সংস্করণ
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় প্রজেক্ট ফর ক্যাপাসিটি ডেভলপমেন্ট অব সিটি করপোরেশনস (সি ফর সি) এর আওতায় বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর বিদ্যমান রাজস্ব ব্যবস্থা পর্যালোচনার ভিত্তিতে রাজস্ব আয় বৃদ্ধির ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, মেয়রবৃন্দ, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।