প্রকাশ: সোমবার, ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০৩.২০২১ ৩:৫৩ এএম | প্রিন্ট সংস্করণ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর শিবপুরের নিনগাঁও এলাকায় হাজী ইস্মাঈল মডেল স্কুল এন্ড কলেজে বিনামূল্যে চক্ষু, গাইনী, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান, এসজিপি, বিজিবিএম, পিবিজিএম, এইচডিএমসি, পিএসসি, প্রধানমন্ত্রীর কার্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ৩,২৫৪ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৬৪৩ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।