প্রকাশ: সোমবার, ২২ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০৩.২০২১ ৩:০৬ এএম | প্রিন্ট সংস্করণ
২০১৫ সালে অমিতাভ-দীপিকার প্রথম এক সঙ্গে অভিনয় করেন সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। এই ছবিতে বাবা-মেয়ের চরিত্রে তারকার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। সেই জুটি ফের পর্দা ভাগ করতে যাচ্ছেন। হলিউডের সাড়া-জাগানো ছবি ‘ইনটার্ন’ হিন্দিতে নির্মিত হচ্ছে।
এতে আবার জুটি বেধে অভিনয় করতে দেখা যাবে তাদের। এর আগে এই ছবিতে বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা ঋষি কাপুর মনোনীত হয়েছিলেন। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে থমকে যায় সিনেমাটির কাজ। এরপর ঋষির জায়গায় ভাবা হয় অমিতাভ বচ্চনের কথা। তিনি রাজি হতেই নতুন উদ্যমে আবার শুরু হচ্ছে ছবিটি নির্মাণের পরিকল্পনা।
হলিউডের ছবি ‘ইনটার্ন’-এর গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে ও রবার্ট ডি নিরো। ছবির হিন্দি রিমেক নির্মাণ করবেন ‘বাধাই হো’ ছবির পরিচালক অমিত শর্মা। বলিউডে প্রথম সারির আরও পরিচালক থাকতে অমিত কেন? সূত্রের দাবি, বহু পরিচালকের মধ্যে থেকে নাকি বেছে নেওয়া হয়েছে তাকে। কারণ অমিত অনায়াসে জটিল সমস্যার সহজ সমাধান দেখিয়েছেন তার ‘বধাই হো’ ছবিতে।
এই মুহূর্তে তিনি ব্যস্ত অজয় দেবগন অভিনীত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর পরিচালনায়। এই ছবির কাজ শেষ হলেই তিনি হাত দেবেন নতুন ছবির কাজে।