প্রকাশ: রোববার, ২১ মার্চ, ২০২১, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
২০১৯ -এ টলিউডের একঝাঁক শিল্পী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। তার মধ্যে অন্যতম মুখ ছিলেন এই অভিনেত্রী। বরানগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্র। তার বিপক্ষে, তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়। যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। নির্বাচন জিতলে কী করবেন এমন এক প্রশ্নের উত্তরে অভিনেত্রী ভারতীয় গনমাধ্যমে বলেন, প্রথমত বরানগরের মানুষের সঙ্গে বসে আমায় সমস্যাগুলো জানতে হবে। কী কী অসুবিধে রয়েছে সেটা দেখতে হবে। বাকি ইস্যু বলতে আমরা তো সবাই জানি। দশ বছর ধরে পরিবর্তনের আশা দিয়ে তা হয় নি। এখন আবার স্লোগান বদলে গেছে, বলছে খেলা হবে। আমরা তো খেলা দেখতে চাই না। খেলা দেখতে হলে ওয়ার্ল্ড কাপ দেখব, ভারতের খেলা দেখব, বিরাট কোহলিকে দেখব। ভোটের খেলা কেন দেখব? আমার মনে হয়, এটা উন্নয়নের সময়। আসল পরিবর্তন আসার সময় এসে গেছে, সেটাতেই মন দিতে হবে। আমি জানি যে, আমি বরানগরের মানুষের পাশে দাঁড়াব, যখনই তাদের প্রয়োজন হবে আমি থাকব।