মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইলের সাথে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ
প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ১০:১৩ পিএম আপডেট: ২০.০৩.২০২১ ১০:১৭ পিএম | অনলাইন সংস্করণ
মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইলের সাথে সাক্ষত করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। ফায়াজ ইসমাইল মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সফর করছেন।
সাক্ষাতে তারা কোভিট -১৯ মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলির পাশাপাশি এলডিসি স্নাতক পরবর্তী সময়ে বাংলাদেশের বেসরকারী খাতের সুযোগ, ভূমিকা এবং সক্ষমতা সম্পর্কে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শেখ ফজলে ফাহিম সরবরাহ ব্যাস্তার উন্নয়ন, পরিবহন, উৎপাদন, আমদানি, রপ্তানি, কৃষি, এসএমই খাতের অবদান, খাদ্যে সহায়তা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ সম্পর্কে ফয়য়াজ ইসমাইলকে অবহিত করেন। তিনি মালদ্বীপের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সুযোগ কাজে লাগনোর জন্য আহবান জানান।
ভোরের পাতা/এএম