প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা থেকে দেশে ফিরে নিজ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন । নিজের প্রাণের ক্লাবের হয়ে আবারো মাঠ মাতাবেন অধিনায়ক। শুক্রবার (১৯ মার্চ) প্রত্যাবর্তণের দিন সতীর্থরা জামাল ভূঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। কেক কেটে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিলেন ঘরের ছেলে ঘরে ফেরায়।
এক মৌসুমে ধারে কলকাতা মোহামেডানে খেলতে গিয়েছিলেন। নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলায় দুই ম্যাচ আগেই দেশে চলে এসেছেন। এসেই প্রথমদিন শনিবার (২০ মার্চ) ক্লাবের সঙ্গে অনুশীলন করলেন। জাতীয় দল নেপালে। ২২ তারিখ সেখানে উড়াল দিবেন জামালও। মনে প্রাণে বিশ্বাস করেন নেপালে ট্রফি নিয়ে ঘরে ফেরা সম্ভব।
জামাল বলেন, আমরা লিগে ম্যাচের মধ্যে আছি। তরুণরা ভালো করছে দেখেই জেমি ওদের দলে নিয়েছে। দল নিয়ে আমি সন্তুষ্ট। এই দল নিয়ে নেপালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব
কলকাতায় ফুটবল ব্যাপক জনপ্রিয়। মাঠে যা খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগায়। এদেশের মাঠে এখন আর তা। দেখা যায় না। ওপার বাংলার অভিজ্ঞতা এপারে কাজে লাগবে। জানালেন দুই দেশের ফুটবল পার্থক্যের কথা।
জামাল বলেন, কলকাতা ভারতের ফুটবলের রাজধানী। ওদের ওখানে হারলে মারামারি শুরু হয়ে যায়। ফুটবলের জন্য মানুষ এত পাগল। ভাবতেও পারিনি। বাংলাদেশে এমন দেখা যায় না
নিজ দল সাইফ স্পোর্টিং ক্লাবের লিগ টেবিলে অবস্হান ভালো নয়। ৫ নম্বরে আছে বিগ বাজেটের ক্লাবটির। ফিরেই জানালেন সাইফকে দুইয়ে তুলকে চান।
জামাল জানান, লিগে এখনও অনেক ম্যাচ বাকি। সাইফ নম্বরে আছে। এখানে আবারও আমি ফিরেছি। লিগ টেবিলে দুইয়ে ওঠা সম্ভব
নেপাল যাবার আগে আপাতত বাসায় জিম করেই সময় কাটাবেন বাংলাদেশের অধিনায়ক।
ভোরের পাতা/পি