প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় স্থাপন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।
কালীগঞ্জ উপজেলার শমসের নগরের ডা. রাশেদ শমসের এর পরিবারের নিজ অর্থায়নে ১২৩ ফুট উচ্চতার এই টাওয়ার নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই টাওয়ারে ১২৩ ফুট উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হয়েছে। এই ভাস্কর্যের ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা।
উদ্যোক্তা ডা. রাশেদ শমসের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ১০০ বছর এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ভাস্কর্যটির মূল বিষয়বস্তু হিসেবে ধরা হয়েছে। ৮টি তলার মাধ্যমে ১২৩ ফুট উচ্চতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হবে। ১ম তলায় বঙ্গবন্ধুর পরিবার, ২য় তলায় স্বাধীনতা সংগ্রামের বীরশ্রেষ্ঠ ও সেক্টর কমান্ডার, ৩য় তলায় সারাবিশ্বের স্বাধীনতা সংগ্রাম, ৪র্থ তলায় বঙ্গবন্ধু পাঠাগার ও জাদুঘর, ৫ম তলায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, ৬ষ্ঠ তলায় একটি অফিস কক্ষ হবে। ৮ তলা বিশিষ্ট এই টাওয়ারটি সম্পূর্ণ গ্লাস টাওয়ার বানানো হবে।
ভাস্কর্য ও জাদুঘর বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ডা. রাশেদ শমসেরসহ আয়োজকরা।
তারা জানান, ভাস্কর্যের মূল নকশা অনুযায়ী সব কার্যক্রম কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
ভোরের পাতা/পি