প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৭:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
আলু উত্তোলণ শেষেই জমিতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। এখানকার উঁচু প্রায় আলু জমিতেই বোরো ধানের আবাদ করেন। সময় না থাকায় আলু উঠানোর পরপরই জমিতে হাইব্রিড-২৮ ও ২৯ জাতের ইরি ধানের চারা রোপণ করা হচ্ছে। যদিও এই অঞ্চলে এক ফসলি ধানের জমির চিত্র ভিন্ন। এসব ক্ষেতে আগাম ধানে শীশ আসার অপেক্ষায় আছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া, বীরতারা ও তন্তর এলাকায় চলছে আলুর জমিতে প্রায় জমিতে ধানের ছাষের হিড়িক। এখানকার শতশত কৃষক এখন আলুর পরে বোরোর চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলু উঠানোর পরেই জমিগুলো চাষ ও পানি সেচ করা হচ্ছে। জমিতে কৃষি শ্রমিকরা কাঁদা মাটিতে ধানের চারা রোপন করছেন। জানা যায়, ডুবো এলাকা হওয়ায় এক সময় এই অঞ্চলের কৃষকরা জমিতে আলুর পরে আমন ধানের চাষ করতেন বেশী। এখন আর এখানে তেমন আমন ধানের চাষ হচ্ছেনা। বীরতার ও আটপাড়া এলাকার বেশীর ভাগ জমিতেগুলোতে এখন আলুর পরে বোরো ধানের চাষাবাদ করতে দেখা যাচ্ছে।
এসময় আটপাড়া এলাকায় রাজিব নামে এক কৃষি শ্রমিক বলেন, তারা এখানে দৈনিক ৪০০ টাকা মজুরি হিসেবে ধানের চারা রোপণের কাজ করছেন। আলু উঠানো হলেই অন্যান্য জমিগুলোতেও এই কাজ করবেন তারা। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এক ফসলি জমিতে বোরো ধানের চাষ করা হয় ১০ হাজার হেক্টর জমিতে। আলু চাষ করা হয় ২৩শত’ হেক্টর অধিক জমিতে। আলু উত্তোলণের পরে এসব জমির প্রায় ৫শত’ হেক্টর জমিতে ধান চাষ করা হচ্ছে। বাকি এসব জমিতে অন্যান্য কৃষি চাষাবাদ করা হয়।
ভোরের পাতা/পি