সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন কৌশল কিশোর মিশ্র জানিয়েছেন, আমরা মেয়েদের ক্ষমতায়নের জন্য গবেষণা করি, তাছাড়া স্নাতক ও স্নাতকোত্তরের বিষয় হিসাবেও তা পড়ানো হয়। আমরা নীতা আম্বানিকে চিঠি পাঠিয়ে ভিজিটিং প্রফেসর হওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তার অভিজ্ঞতা থেকে আমরা লাভবান হবো। কৌশল কিশোরের যুক্তি, রিলায়েন্স ফাউন্ডেশন মেয়েদের ক্ষমতায়নের জন্য প্রচুর কাজ করে। সে জন্যই নীতা আম্বানিকে ডাকা হয়েছে। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত।
দৈনিক জাগরনের রিপোর্ট হলো, নীতা আম্বানি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। কিন্তু সংবাদসংস্থা এএনআই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নীতা আম্বানি বিএচইউ-র কাছ থেকে কোনো চিঠিই পাননি।
কিন্তু এই খবর ছড়াতেই বিএচইউ-তে ছাত্রবিক্ষোভ শুরু হয়ে গেছে। জনা চল্লিশ ছাত্র মিলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা উপাচার্যের কাছে চিঠি দিয়ে বলেছেন, নীতা আম্বানিকে যেন ভিজিটিং প্রফেসর না করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট হলো, শুধু নীতা আম্বানিকে আমন্ত্রণ পাঠানো হলেও আরো দুইটি পদের জন্য গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি এবং লক্ষ্মী মিত্তলের স্ত্রী ঊষা মিত্তলের নামও ভাবা হয়েছিল।
ছাত্রআন্দোলনের অন্যতম নেতা হলেন শুভম তিওয়ারি। তিনি বলেছেন, 'অত্যন্ত খারাপ নজির তৈরি করা হচ্ছে। কোনো ধনী ব্যক্তির স্ত্রী হওয়াটা আদৌ কারো যোগ্যতা হতে পারে না। যদি মেয়েদের ক্ষমতায়নের কথা শুনতে হয় তাহলে এভারেস্টজয়ী বাচেন্দ্রি পাল, বক্সার মেরি কম, সাবেক পুলিশ অফিসার কিরণ বেদীর কাছ থেকে শুনব।'
উপাচার্য জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।