প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২০.০৩.২০২১ ২:৪৫ এএম | প্রিন্ট সংস্করণ
মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি বে আইনি অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার আদালত।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই রায়কে ‘অবাস্তব, কল্পনাপ্রসূত ও চক্রান্ত’ বলে অভিহিত করে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কই ছিন্ন করে দিয়েছে পিয়ং ইয়ং। তারা হুঁশিয়ার করেছে, যুক্তরাষ্ট্রকেও এর জন্য উচিত মূল্য দিতে হবে। মালয়েশিয়া অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে কেসিএনএ দাবি করেছে, এটা পুরোপুরি ওয়াশিংটনের চক্রান্ত। যুক্তরাষ্ট্রই তাদের রাষ্ট্রের শত্রু। মালয়েশিয়াও এক বিশাল শত্রুতাপূর্ণ কাজ করেছে। উত্তর কোরিয়ার ওই নাগরিক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ঠিক পথে ব্যবসা করছিলেন। মালয়েশিয়ার সিদ্ধান্তের জন্য তারা কুয়ালালামপুরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন।মালয়েশিয়ার সরকার আগেই যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে মুন চল মিয়ং-কে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মুন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান।
এরপর মালয়েশিয়ার শীর্ষ আদালত জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার নাগরিক মুন চল মিয়ং-য়ের বিরুদ্ধে অভিযোগের পেছনে কোনও রাজনীতি নেই। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে।এমন এক সময়ে এই পরিস্থিতির উদ্ভব, যখন পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বিরোধ চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র চাইছে, উত্তর কোরিয়া যেন পরমাণু অস্ত্র না বানায়, এই বিষয়ে তাদের পরিকল্পনা বাতিল করে।
মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, বাইডেন প্রশাসন এ বার উত্তর কোরিয়া নীতির পর্যালোচনা করবে। শরিকদের সঙ্গেও এ নিয়ে কথা বলা হবে।