প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২০.০৩.২০২১ ২:৩৬ এএম | প্রিন্ট সংস্করণ
সূচি অনুযায়ী ২০২২ সালে বিশ্বকাপ। অথচ এখনো ম্যাচের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। করোনার কারণে আগেই এক বছর শেষ হয়ে গেছে। নতুন উদ্যমে যখন নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করেছে যুব টাইগাররা, তখনই আবার মাথাচাড়া দিয়েছে কোভিড-১৯ ভাইরাস। করোনার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুটি সিরিজ শঙ্কার মুখে পড়েছে।
আগের সূচি অনুযায়ী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ খেলতে গত ১০ মার্চ ভারত যাওয়ার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। সেখানে গিয়ে ৫টি ওয়ানডে ম্যাচের সঙ্গে ১টি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল জুনিয়র টাইগারদের। সে ১০ মার্চ পার হয়েছে অনেক আগেই। এ সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনকি এপ্রিল মাসে পাকিস্তান যুব দলের বাংলাদেশে আসার কথা। সেটিও নিশ্চিত নয় এখনো।
গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ নতুন করে বাড়ার ফলে সবকিছু নিয়ে আবার ভাবতে হচ্ছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজটি আমরা ভারতের মতো তৃতীয় একটি দেশে খেলবো। ভারতে এ মুহূর্তে করোনার মাত্রা বেড়ে গেছে। এ সময় সেখানে সফর করা ঝুঁকিপূর্ণ।’
ভারতের মাটিতে আফগানিস্তানের সিরিজটা খেলার সম্ভাবনাও একেবারে মিলিয়ে যাচ্ছে না। ক্ষীণ সম্ভাবনা একটা অবশ্য এখনো আছে। তবে সেক্ষেত্রে ছোট হয়ে আসবে সিরিজের পরিসর।
কায়সারের ভাষ্য, ‘তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে কথাবার্তা বলছে। আমরা অনুমোদন পেলেই সেখানে যাব। এতে অবশ্য সফর সংক্ষিপ্ত হতে পারে। চারদিনের ম্যাচটি কমে যেতে পারে। আর এবার না হলেও আমরা বিকল্প উইন্ডো ভাববো। সেটিও এখনো চূড়ান্ত নয় ঠিক কবে হবে। আপাতত যে প্রক্রিয়ায় আছে তাতে, স্থগিত বলা ঠিক হবে না। তবে শঙ্কা তো কিছুটা থেকেই যায়।’
গত বছরের ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একসঙ্গে অনুশীলনের কারণে দলটি শক্তিশালী হয়ে ওঠে। এবার সেই অর্জন ধরে রাখার চ্যালেঞ্জ নতুন দলটির সামনে। নতুন দল গঠনের পর নিয়মিত অনুশীলন চললেও ম্যাচের স্বাদ এখনো পাওয়া হয়নি তাদের। কথা ছিল আফগানিস্তান সিরিজের পর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজ খেলবে যুব টাইগাররা।আগামী ১১ এপ্রিল একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে আসার কথা পাকিস্তানি যুবাদের। তবে এই সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘পাকিস্তান ১১ এপ্রিল আসার কথা, তবে সেটিও এখনো চূড়ান্ত নয়। করোনার কারণে ট্রানজিট নেওয়া দেশগুলো এখন লাল তালিকার অন্তর্ভুক্ত। এই সময়ে পাকিস্তান আসতে পারবে কিনা এনিয়ে আমাদের আলোচনা চলছে।’
পাকিস্তান এলে অবশ্য নতুন বিড়ম্বনায় পড়তে হবে বাংলাদেশ অ-১৯ দলকে। সেক্ষেত্রে আফগানিস্তান সিরিজ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, ‘যদি পাকিস্তান আসে তবে আফগানিস্তানের বিপক্ষে আপাতত আমরা খেলতে পারছি না। এজন্য আমাদের বিকল্প উইন্ডো ভাবতে ভবে। সেটি নিয়ে আমদের এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।’